Header Ads Widget

Organic-Food

সরিষার তেল

সরিষার তেল

সরিষার তেল বাংলাদেশে একটি অত্যন্ত পরিচিত এবং ব্যবহৃত তেল। এটি সরিষা বীজ থেকে তৈরি হয় এবং গাঢ় হলুদ বর্ণের, বাদামের মতো সামান্য কটু স্বাদ ও শক্তিশালী সুবাসযুক্ত তেল। সেই প্রাচীনকাল থেকেই ঔষধি গুণের জন্য সরিষার তেল আয়ুর্বেদ চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। সবার পছন্দের সরিষার তেল যেমন প্রয়োজনীয় তেমন উপকারীও। 

সরিষার তেলের উপকারিতাঃ

১। সরিষার তেল ত্বকের তামাটে ভাব ও দাগ দূর করে এবং ত্বককে প্রাকৃতিক ভাবে উজ্জ্বল করতে পারে।
২। সরিষার তেল চুলের বৃদ্ধিতে সাহায্য করে, অকালে চুল সাদা হওয়া রোধ করে ও চুল পড়া কমায়।
৩। সরিষার তেল পরিপাক, রক্ত সংবহন ও রেচন তন্ত্রের শক্তিশালী উদ্দীপক হিসেবে কাজ করে।
৪। সরিষার তেলে গ্লুকোসিনোলেট নামক উপাদান থাকে যা অ্যান্টিকারসিনোজেনিক উপাদান হিসেবে পরিচিত।           তাই এটি ক্যান্সারজনিত টিউমারের গঠন প্রতিরোধে সাহায্য করে।
৫। সরিষার তেল স্মরণশক্তি বৃদ্ধি ও চেতনার উন্নয়নে সহায়তা করে।

খাঁটি সরিষার তেল কোথায় পাবেন?

আপনাদের নিশ্চয়ই আর বুজতে বাকি নেই সরিসার তেল কতটা জরুরী আমাদের জন্য। তাই সঠিক পণ্যটি যেমন আপনার অনেক উপকারে আসবে তেমনি ভেঁজালযুক্ত তেল আপনার শরিরের অনের ক্ষতির কারনও হতে পারে। তাই 16Bazar বরাবরই চেষ্ঠা করে যাচ্ছে যাতে আপনাদের জন্য ভালো পন্যটি সঠিক দামে সঠিক সময়ে আপনার হাতে পৌছে দিতে। তাই আর দেরি না করে আজই অর্ডার করে ফেলুন আপনার পণ্যটি আর ঘরে বসে পেয়ে যাবেন আপনার পণ্যটি কোন রকম অগ্রিম পেমেন্ট ছাড়াই সম্পূর্ণ  ক্যাশ অন ডেলিভারি। অর্ডার করতে নিচের দেয়া লিঙ্কে ক্লিক করে আপনার অর্ডারটি সম্পূর্ণ করুন।

ধন্যবাদ

অর্ডার করুন

Post a Comment

0 Comments