কালোজিরা ফুলের মধু
পবিত্র কোরআন ও হাদিসের ভাষ্যমতে যেহেতু কালোজিরা কে সাম অর্থাৎ মৃত্যু বাদে সকল রোগের মহৌষধ বলা হয়েছে সেহেতু নিঃসন্দেহে এই মধু সর্বোত্তম। বলা হয়ে থাকে ‘ মধুর মতো মিষ্টি ‘ জ্বি , মধু খুব মিষ্টি। কারণ মধু চিনির থেকে ২৫ গুন বেশি মিষ্টি। মধু এবং কালোজিরার উপকারিতা সম্পর্কে জানেনা এমন লোক হয়তো খুঁজে পাওয়া যাবে না। যেহেতু কালোজিরা কোরআনে উল্লেখিত মহৌষধ তাই বলাবাহুল্য কালোজিরা ফুলের মধুর উপকারিতা অন্যান্য যেকোন মধুর তুলনাই বেশি।
কালোজিরা ফুলের মধুর বৈশিষ্ট্যঃ
১. দেখতে কালচে রঙের হয়।
২. খেতে একেবারে খেজুরের গুড়ের মত স্বাদ লাগে।
৩. ঘ্রাণ টাও খেজুরের গুড়ের সাথে মিলে যায়।
৪. মধুর ঘনত্ব কম বা বেশি হতে পারে।
৫. মধু পাতলা হলে ফেনা হতে দেখা যায়। আর ঘনত্ব বেশি হলে ফেনা হতে দেখা যায় না।
৬. কালোজিরা ফুলের মধুর স্বাদ একদম খেজুরের গুড়ের মতো।
কালোজিরা মধুর উপকারিতা:
১. হজম প্রকিয়াতে সাহায্য করে।
২. রক্তশূন্যতা রোধে এই মধু কার্যাকারী।
৩. কোষ্ঠকাঠিন্য ও ডায়রিয়া দূর করতে সাহায্য করে।
৪. এই মধু অনিদ্রার ভালো ঔষুধ।
৫. প্রশান্তিদায়ক পানি হিসাবে এই মধুর শরবত অনেক উপকারী।
৬. অরুচি,বমিভাব,বুকজ্বালা ইত্যাদি দূর করতে এই মধু সাহায্য করে।
৭. পানিশূন্যতা রোধে কার্যকারী।
৮. সর্দি,কাশি,গলাব্যাথা দূর করতে সাহায্য করে।
৯. দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে।
১০. রূপচর্চায় এই মধুর ব্যাবহার সর্বোত্তম।
কিভাবে অর্ডার করবোঃ
ভালো মানের পন্য অর্ডার করতে নিচের দেয়া লিঙ্কে ক্লিক করুনঃ
0 Comments